Open Sun - Thu 10:00-07:00
Email info@shoppingfinance.com.bd Call Now! +880 9639 100300

বিনা খরচে সৌদি আরবে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করা থাকা খাওয়া এবং মাসিক বৃত্তির সুযোগ

স্কলারশিপের আওতাধীন সুবিধাসমূহ:

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনাবেতনে লেখাপড়ার সুযোগরে পাশাপাশি ফ্রি থাকা-খাওয়ার সুবিধা পাবেন। পাশাপাশি মাসিক ১,৯০০ (এক হাজার নয়শ) রিয়াল বৃত্তি পাবেন যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার টাকা। সেই সাথে প্রতি বছর তিনমাস ছুটি এবং নিজ নিজ দেশে আসা-যাওয়ার জন্য বিমানের টিকেট, ভর্তির পর এককালীন ১,৮০০ (এক হাজার আটশত) রিয়াল এবং মেডিকেল সুযোগ সুবিধা। বিবাহিত ছাত্ররা সপরিবারে সৌদিতে বসবারে সুযোগ পাবেন। এজন্য বিবাহিত শিক্ষার্থীদেরকে প্রতি বছর আলাদা ১০,০০০ (দশ হাজার) রিয়াল করে প্রদান করা হবে।

এছাড়া থিসিস প্রিন্টের জন্য ৪,০০০ (চার হাজার রিয়াল) ও সর্বশেষ বই পুস্তক দেশে পাঠানোর জন্য ২,৭০০ (দুই হাজার সাতশত) রিয়াল দেয়া হবে শিক্ষার্থীদের।

যে সমস্ত বিষয় নিয়ে স্কলারশিপে পড়ার সুযোগ রয়েছে

কলা ও মানবিক অনুষদ

আরবি ভাষা এবং সাহিত্য
ইসলামিক আইন এবং স্টাডিজ
সমাজবিজ্ঞান
তথ্য বিজ্ঞান
ভূগোল
মনোবিজ্ঞান

বিজ্ঞান অনুষদ

বিজ্ঞান অনুষদের অধীনে বিদেশী শিক্ষার্থীরা জীববিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি স্কালারশিপের মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

প্রকৌশল অনুষদ

সিভিল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজালিনেশন, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইলেকক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং।

আবহাওয়া বিজ্ঞান অনুষদ

এনভায়রনমেন্ট এরিড ল্যান্ড এগ্রিকালচার, এরিড ল্যান্ড এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেটেরিওনলজি, হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট।

সমুদ্র বিজ্ঞান অনুষদ

ম্যারিন বায়োলজি, ম্যারিন ফিজিক্স, ম্যারিন কেমেস্ট্রি, ম্যারিন জিওলজি।

এনভায়রনমেন্টাল ডিজাইন অনুষদ

আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং, ফ্যাকাল্টি অব কম্পিউটিং এন্ড ইনফরমেশন টেকনোলজি ও কম্পিউটার সায়েন্স।

আবহাওয়া বিজ্ঞান অনুষদ

এনভায়রনমেন্ট এরিড ল্যান্ড এগ্রিকালচার, এরিড ল্যান্ড এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেটেরিওনলজি, হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট।

আর্থ সায়েন্স অনুষদ:

মিনারেল রিসোর্স এন্ড রক্স, ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রনমেন্টাল জিওলজি।

স্কলারশিপের জন্য যে ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন

ডিপ্লোমা-ইন-এরাবিক ল্যাঙ্গুয়েজ

১. এইচএসসি অথবা আলিম বা সমমান এর সার্টিফিকেট সৌদি দূতাবাস থেকে সত্যায়িত কপি।
২. পাসপোর্ট (কমপক্ষে এক বছরের মেয়াদ) প্রথম ৮ পৃষ্ঠা ফটোকপি।
৩. পাসপোর্ট সাইজের ১কপি ছবি।
৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।
৬. বায়োডাটা ইংরেজিতে (পিডিএফ ফাইল)।
৭. বয়স সীমা ১৭-২৫ বছর।

অনার্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১. এইচএসসি অথবা আলিম বা সমমান এর সার্টিফিকেট সৌদি দূতাবাস থেকে সত্যায়িত কপি।
২. পাসপোর্ট (কমপক্ষে এক বছরের মেয়াদ) প্রথম ৮ পৃষ্ঠা ফটোকপি।
৩. পাসপোর্ট সাইজের ১কপি ছবি।
৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।
৬. বায়োডাটা ইংরেজিতে (পিডিএফ ফাইল)।
৭. বয়স সীমা ১৭-২৫ বছর।

মাস্টার্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১. অনার্স/সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট।
২. পাসপোর্ট (কম পক্ষে এক বছরের মেয়াদ)।
৩. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৪. দুজন শিক্ষক থেকে প্রসংশা পত্র।
৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।
৬. বায়োডাটা।
৭. পারপাজ লেটার (এখানে কেন পড়তে ইচ্ছুক তার বিবরণ দিয়ে এক পৃষ্ঠার লেটার)।
৮. টোফেল/আইইএলটিএস এর সার্টিফিকেট
৯. বয়স সীমা ৩০ বছর।

পিএইচডির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১. মাস্টার্স/সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট।
২. পাসপোর্ট (কম পক্ষে এক বছরের মেয়াদ)।
৩. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৪. দু’জন শিক্ষক থেকে প্রসংশা পত্র।
৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।
৬. বায়োডাটা।
৭. পারপাজ লেটার (এখানে কেন পড়তে ইচ্ছুক তার বিবরণ দিয়ে এক পৃষ্ঠার লেটার)।
৮. টোফেল/আইইএলটিএস এর সার্টিফিকেট।
৯. যে ডিপার্টমেন্টে ভর্তি ইচ্ছুক ক্রম অনযায়ী তার তালিকা
১০. বয়স সীমা ৩৫ বছর।

Join Our Newsletter